সন্দ্বীপ রুটে স্পিডবোট- বন্ধ করলো বিআইডব্লিউটিএ, চালু করছে জেলা পরিষদ

সন্দ্বীপে স্পিডবোট ডুবিতে চার শিশুর মৃত্যুর পর বন্ধ করে দেওয়া স্পিডবোট সার্ভিস মাত্র ২২ দিনের মাথায় পুনরায় চালুর অনুমতি দিলো চট্টগ্রাম জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১২ মে) জেলা পরিষদের প্রধান নির্বাহী স্বাক্ষরিত একটি চিঠিতে চট্টগ্রাম-সন্দ্বীপ যাতায়াতের গুপ্তছড়া-কুমিরা নৌ-রুটে স্পীডবোট চলাচলে অনুমতি দেওয়া হয়।

গত ২০ এপ্রিল স্পিডবোট দুর্ঘটনায় চার জনের মৃত্যুর পর বৈরি আবহাওয়ায় ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিআইডব্লিউটিএ।

দুর্ঘটনার সময় ও তার পূর্বে জেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান জেলা প্রশাসক এমএ সালাম স্পিডবোট চলার বিষয়টি জানেন না বলে গণমাধ্যমকর্মীদের জানিয়ে ছিলেন।

নিরাপদ নৌ-রুটের দাবিতে আন্দোলনরত কয়কজনকর্মী চট্টগ্রাম খবরকে বলেন, এখনও সন্দ্বীপবাসী চার শিশু হারানোর শোক কাটিয়ে ওঠতে পারেনি। দুর্যোগপূর্ন আবহাওয়ায় আবারও স্পিডবোট চালুর অনুমতি দিয়ে জেলা পরিষদ সন্দ্বীপবাসীর সাথে তামাশা করছে।

মন্তব্য নেওয়া বন্ধ।