সমবায়ের বেদখল সম্পত্তি উদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে—আ জ ম নাছির

চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড’র ৫০তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (৮ আগস্ট) সকালে চসিক থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ আহম্মদ, চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. সহসভাপতি মো. মোজাম্মেল হক, সদস্য মুজিবুর রহমান, সদস্য মো. সাজ্জাদ, সদস্য শওকত আলী।

সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, ফটিকছড়ি, রাঙ্গুনিয়াসহ চট্টগ্রাম মহানগর এলাকাতেও সমবায়ের নিজস্ব হাজার কোটি টাকার সম্পত্তি বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান কর্তৃক দখল হয়ে রয়েছে। এসব সম্পত্তি উদ্ধারে চট্টগ্রামের স্ব স্ব এলাকায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, সমবায়ীদেরকে আন্তরিক ও সম্মিলিত শক্তিতে কাজ করতে হবে। এসব সম্পত্তি উদ্ধার করা গেলে সমবায় দপ্তর আরো শক্তিশালী হবে এবং সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

সমবায়ীদের মধ্যে রাঙ্গুনিয়া ইউসিসিএ লিমিটেড চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম, হাটহাজারী ইউসিসিএ লিমিটেড চেয়ারম্যান সুলতানুল আলম চৌধুরী, কধুরখীল কৃষি সমবায় সমিতি লিমিটেড সভাপতি মো. নাজিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি ইউসিসিএ লিমিটেড চেয়ারম্যান এডভোকেট নুরুল আবছার হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ এরফানুল হক, ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল আলম চৌধুরী সবুজ, সহকারি পরিদর্শক মৃত্যুঞ্জয় দাশসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সমবায়ী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।