সময়জ্ঞান বোঝাতে নগর ভবনের মূল ফটকে তালা দিলো চসিক

সকাল ৯টার পর চট্টগ্রাম নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ। এতে করে নগর ভবনে ঢুকতে পারেননি চসিকের কর্মকর্তা-কর্মচারীরা। চসিক কর্মকর্তা-কর্মচারীদের প্রায় দেড় ঘন্টা ফটকের বাইরে অবস্থানের পর সকাল সাড়ে ১০টার দিকে খুলে দেওয়া হয় নগর ভবনের ফটক।

ফটক বন্ধের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সিইও তৌহিদুল ইসলাম বলেন, চসিকের কর্মকর্তা কর্মচারীদের সময়জ্ঞান বোঝাতে ও সময়মত অফিসে না আসার ব্যাপারে কর্তৃপক্ষের কঠোর অবস্থান বোঝাতে তালা দেওয়া হয়েছে। আশা করছি এর পর থেকে চসিকের কর্মকর্তা-কর্মচারীরা যথা সময়ে অফিসে আসবেন।

ফটকে তালা দেওয়ার সাথে নগর ভবন ঘেরাও কর্মসূচীর কোন সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রস্তাবিত পৌরকর বাতিল ও আয়তনের ওপর গৃহকর নেওয়ার দাবিতে বুধবার টাইগারপাস নগর ভবন ঘেরাও কর্মসূচি দেয় চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ।

মন্তব্য নেওয়া বন্ধ।