সময় টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান প্রমল কান্তি দে কমলের (কমল দে) পিতা ভবানী প্রসাদ দে আর নেই। সোমবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় তিনি নগরীর গোয়ালপাড়ার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ভবানী প্রসাদ দের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। সকালে অভয়মিত্র মহাশ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
ভবানী প্রসাদ দে’র মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকবিবৃতি প্রদান করা হয়। এক শোক বার্তায় প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোক বার্তায় সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল খান ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।