সয়াবিন তেলের অবৈধ মজুত– পাহাড়তলী থেকে জব্দ ১৫ হাজার লিটার

বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরীর উদ্দেশ্যে মজুত করা ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

সোমবার (৯ মে) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজার এলাকার কয়েকটি গুদামে অভিযান চালিয়ে এই তেল জব্দ করেছে অধিদপ্তরের টিম।

বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুল ইসলাম।

তিনি বলেন, পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরের তিনটি গোডাউন থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অভিযান এখনও চলছে। অভিযান শেষে বিস্তারিত বলা হবে।

এর আগে গতকাল ষোলশহর কর্ণফুলী মার্কেটে এক হাজার ৫০ লিটার তেল জব্দ করে ভোক্তা অধিকার এর টিম। শনিবার রাতে ফটিকছড়িতে আড়াই হাজার লিটার এবং শুক্রবার খাগড়াছড়িতে ৫৭ হাজার লিটার তেল জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশী মুনাফা আদায়ের উদ্দেশ্যে তেলের বোতলগুলো ঈদের আগেই মজুত করা হয়েছিল। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: গুদামে গুদামে মজুত তেল, নেই বাজারে

মন্তব্য নেওয়া বন্ধ।