সরকারি সিটি কলেজের সামনের ২৯টি দোকান উচ্ছেদ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সামনের অবৈধ ২৯টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

কলেজ সূত্রে জানা গেছে, সিটি বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয় করণের আগে ১৯৭৪ সালে দোকানদার কলেজ কর্তৃপক্ষের সাথে সম্পাদিত চুক্তিমূলে ভাড়া পরিশোধ করে। নানা ঝামেলা হওয়ায় তারা জেলা প্রশাসনের মাধ্যমে ভাড়া পরিশোধ করেন। আর ৫০ বছর আগের বাজার দরে তারা ভাড়া পরিশোধ করায় প্রতি বছর কলেজে অডিট হওয়ার সময় আপত্তি তোলা হয়।

অডিট আপত্তিকে কেন্দ্র করেই মূলত কলেজের আর্থিক ক্ষতির বিষয়টি সামনে আসে। বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ড. সুদীপা দত্ত দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসনকে দোকানপাট উচ্ছেদের আহ্বান জানান।

অপর দিকে গত ২৪ নভেম্বর সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক একটি কমিটিতে সিদ্ধান্ত হয় স্কুল কলেজের সামনে কোনো দোকান রাখা যাবে না। এরই আলোকে ২৯ নভেম্বর মাউশি কলেজ কর্তৃপক্ষকে দোকানপাট থাকলে উচ্ছেদ করতে চিঠি দেয়।

উচ্ছেদে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো দোকান থাকা যাবে না। সরকারি আদেশ অনুযায়ী আমরা দোকান উচ্ছেদ করেছি। উচ্ছোদের আগে তাদের দোকানগুলো উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, উচ্ছেদের আগে নোটিশ পেয়েও তারা দোকানগুলো সরাননি। অভিযান পরিচালনা করে উচ্ছেদ করতে হয়েছে। উচ্ছেদে সিএমপির সদস্যরা সহযোগিতা করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।