সর্তা খালে ভেসে আসা কাঠ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের ফটিকছড়িতে উজান থেকে ভেসে আসা কাট সংগ্রহের বিরোধের জেরে নয়ন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় বেলাল (২৮) নামে এক যুবক আহত হয়েছে। নিহত নয়ন দক্ষিণ খিরাম এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জাবেদুল আলমের ছেলে।

সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আধারমানিক গ্রামের কুলালপাড়া সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে সর্তা খালের উজান থেকে পানির সঙ্গে কিছু দামি কাঠ ভেসে আসছিল। এসব কাঠ সংগ্রহ করতে খালের কমিটিহাট অংশে ১৫-২০ জনকে নিয়ে নয়ন গিয়েছিল। কিন্তু কমিটিহাট এলাকার আরও কয়েকজন যুবক এসব কাঠ সংগ্রহ করতে যায়। এ সময় কাঠ সংগ্রহ করা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অপরপক্ষ নয়নকে ৩০ হাজার টাকা নিয়ে চলে যেতে বলে নয়ন তাতে রাজি হয়নি। এতেই বিপত্তি দেখা দেয়। এসময় দু’পক্ষই তর্কে জড়িয়ে পড়ে। তর্কের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে হামলায় ঘটনাস্থলেই প্রান হারায় নয়ন। এসময় বেলাল নামে একজন গুরুতর আহত হয়।

জানা গেছে, ২০১৭ সালে আধিপত্য বিস্তার নিয়ে নিহত হন আবদুল্লাহ পুরের এনাম। আহত বেলাল এনাম হত্যা মামলার আসামি। এ ছাড়া নিহত নয়নের নামেও একাধিক মামলা রয়েছে।

২০১৯ সালে দু’পক্ষের মধ্যে স্থানীয় কমিটির হাট বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। সুত্র আরও জানায়, সর্তাখালের অবৈধ বালি মহাল দখল, মাটি ব্যবসা, বর্ষা মৌসুমে সর্তাখাল দিয়ে পাহাড়ি ঢলে ভেসে গাছ ধরা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের মতো ঘটনা ঘটে আসছে।

খিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, ঘটনাটি শুনেছি। তবে নিহত যুবক আমার এলাকার হলেও ঘটনাস্থল ধর্মপুর।

ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মাহমুদুল হক বলেন, রাতে দু’পক্ষের মধ্যে পুর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা শুনেছি। এ ঘটনায় নয়ন নামে একজন নিহত হয়েছে। পরে পুলিশকে খবর দেওয়ার পর তাঁরা এসে লাশ উদ্ধার করেছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন, ‘ধর্মপুরে সোমবার দিবাগত রাতে পুর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হাতে নয়ন নামে এক যুবক নিহত হয়েছে। আমরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। নিহতের মাথা থেঁতলে গেছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।
ওসি আরও বলেন, দু পক্ষের মধ্যে আগে থেকে বিরোধ ছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।