সহসাই মাঠে গড়াচ্ছে বহুপ্রতীক্ষিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেবে চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলাসহ বিভাগের ১১ জেলার ফুটবল দল । অংশগ্রহণকারী জেলাসমুহের ডিসিদের সাথে সমন্বয় সভা করে সহসা ভেন্যু ও অন্যান্য বিষয়াধি নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাডহক কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, সদস্য সৈয়দ আবুল বাশার, শাহনেওয়াজ রিটন ও ইয়াসির আরেফিন চৌধুরী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফখরুল ইসলাম ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। এছাড়া অনলাইনে অতিথি হিসেবে যুক্ত হন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর। ১৯ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠনের ৪ দিনের মাথায় এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। এতে কমিশনার গোল্ডকাপ ফুটবল আয়োজন ছাড়া আরও বেশ কিছু ইভেন্ট শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে জমজমাট করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, দেশ আজ তারুণ্যের উৎসবে উদ্ভাসিত। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্যব্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বাপরোপ করেন তিনি।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান বলেন, ডিভাইসমুখী তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে। তিনি সদ্য গঠিত চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কাজ বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন। অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক শাহনেওয়াজ রিটন বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে ক্রীড়াঙ্গনে সুস্থ ধারা ফিরিয়ে আনতে হবে।
বছরজুড়ে নানা আয়োজনের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় সংস্থার সক্ষমতা আরও বেগবান করার প্রত্যয়ও ব্যাক্ত করেন তিনি। আরেক সদস্য ক্রীড়া সংগঠক সৈয়দ আবুল বাশার চট্টগ্রাম স্টেড়িয়ামকে সব খেলার জন্য উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অ্যাডহক কমিটির সদস্য সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. সিহাব উদ্দিন আসন্ন বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।