গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে চট্টগ্রাম বিভাগের সাংবাদিকদের মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ভুয়া সাংবাদিকতা বন্ধে একাধিক সুপারিশ উঠে এসেছে। বিশেষভাবে, সাংবাদিকদের জন্য একক রেজিস্ট্রেশন নাম্বার চালুর মাধ্যমে তাদের সরকারি পরিচিতি নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সভাপতিত্ব করেন। সভায় চট্টগ্রাম বিভাগের ৮টি জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা ভুয়া সাংবাদিকদের অপতৎপরতা বন্ধ এবং প্রকৃত সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ, ডিপ্লোমা চালু, এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনের দাবি জানান।
সভায় সাংবাদিকরা উল্লেখ করেন, অনেক ভুয়া সাংবাদিক যানবাহনে ‘সাংবাদিক’ লেখা স্টিকার ব্যবহার করে অপরাধমূলক কাজ করছে। এটি বন্ধে একটি কার্যকর রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর প্রস্তাব দেন তারা। একই সঙ্গে মফস্বল সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের আয়োজন এবং প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকতায় ডিপ্লোমা চালুর আহ্বান জানানো হয়।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, “সংবাদমাধ্যমের ন্যূনতম মান নিশ্চিত করতে সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন করা জরুরি। একই সঙ্গে ভিন্নমতের বৈচিত্র্য আনতে একই মিডিয়া হাউসের একাধিক মাধ্যমে খবর প্রচারের বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।”
কমিশন প্রধান আরও জানান, সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের মতামত সংগ্রহের জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কমিশনের ওয়েবসাইট (mrc.portal.gov.bd) খোলা থাকবে। প্রাপ্ত মতামতের ভিত্তিতে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা পেশ করা হবে।
গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ সভায় সভাপতিত্ব করেন। কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।