চট্টগ্রামের আনোয়ারার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবগঠিত আনোয়ারা উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।
রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার কালাবিবি দীঘির মোড়ের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ও বারশতের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীমের সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়।
এ সময় আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, সাধারাণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্ সুমনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব, এম. নজরুল ইসলাম, শহিদুল ইসলাম হান্নান, এম. জামিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক আমিন, মো. শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মনির উদ্দিন, সদস্য নুরুল আবছার, খলিলুর রহমান, মো. জাবেদ হোসেন, বাবু মিশন দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোর সেবার মান বেড়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি সকলকে নিয়ে।
এর আগে, এম.এ কাইয়ূম শাহ্কে সভাপতি ও সাইফুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করে আনোয়ারা উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের ২০২৪-২৫ কার্যকরী কমিটি গঠন করেন নেতৃবৃন্দরা।
মন্তব্য নেওয়া বন্ধ।