সাংসদ মাহফুজুর রহমান মিতার উপর হামলার মামলায় সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মারুফ হাসান ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, সন্দ্বীপ থানার একটি মামলার ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মারুফ হাসান ফয়সালকে মঙ্গলবার রাতে সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ফয়সাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুরা মিয়ার বাড়ির মো. সেলিমের ছেলে ও একই এলাকার কাউন্সিলর শাকিল উদ্দিন খোকনের ভাতিজা বলে জানা যায়।
মামলার বাদি সন্দ্বীপ উপজেলা যুবলীগের সভাপতি চট্টগ্রাম খবরকে জানান, ২০১৫ সালে যুবলীগের ইফতার মাহফিলে সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাসহ অনেকের ওপর হামলা করে ফয়সালসহ বেশ কয়েকজন। পরে তাদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ অন্যদেরকে গ্রেফতার করলেও কারাদণ্ডপ্রাপ্ত ফয়সাল এতোদিন পলাতক ছিলো।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
মন্তব্য নেওয়া বন্ধ।