সাউদার্ন ইউনিভার্সিটিতে সাংগঠনিক উন্নয়ন কর্মশালা

অ্যাকাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী সাংগঠনিক উন্নয়ন (কাল্টিভেট চেঞ্জ, কালচার এবং অপারেশন) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বায়েজিদের আরেফিন নগরে ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয় ।

ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. হামেদ হাসান রিয়াদ।

এই ধরনের কর্মশালার আয়োজন শিক্ষার্থীদের চাকরির বাজারের চাহিদা অনুযায়ী তাদের ক্যারিয়ার গঠনে অনুপ্রাণিত করবে বলে মত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের।

মন্তব্য নেওয়া বন্ধ।