সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ২৯তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভবিষ্যতে ইউনিভার্সিটিকে আরও সাফল্যের পথে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান।
শনিবার (১১ জুন) বিকালে স্থায়ী ক্যাম্পাসে অর্থ কমিটি ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হক।
২৮তম সভার গৃহিত পদক্ষেপ ও প্রস্তাবনা নিশ্চিতকরণ, অর্থ কমিটির সভার কার্যপত্র ও সিদ্ধান্তসমূহ বাংলা ভাষায় লিপিবদ্ধকরণ প্রসঙ্গে, ২০২২—২৩ অর্থ বছরের বাজেট সংক্রান্ত আলোচনা, ২৮তম অর্থ কমিটি সভায় গঠিত তদন্ত কমিটির কাজের অগ্রগতি, বিশ্ববিদ্যালয়ের আয়বৃদ্ধিকরণ, নতুন উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভার সার্বিক কার্যবিবরণী উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী ও শফিক উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সালাম, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, অধ্যাপক ড. সালেহ জহুর, অধ্যাপক আশুতোষ নাথ ও কমিটির সেক্রেটারি সঞ্জীব কুমার দাশ।
মন্তব্য নেওয়া বন্ধ।