সাগরপাড়ে খেলা দেখতে মানুষের ভীড়, উদ্বোধনী খেলায় বার্সেলোনার জয়

বঙ্গোপসাগরের তীরে জোয়ার-ভাটার উপর নির্ভর করে বল নিয়ে ছুঁটে আসে এ অঞ্চলের ক্রীড়াপ্রেমী যুবকরা। সাগরের বুকে জাহাজের সারি আর চরের বালুতে মেঘ-রোদ্দুরের সঙ্গে ফুটবল একই সঙ্গে উপভোগ করছেন হাজারও দর্শক। প্রতিবছরের ন্যায় এবারও চট্টগ্রামের আনোয়ারায় উপকূল অঞ্চল রায়পুরের খোর্দ্দ গহিরা মরহুম টিটু স্মৃতি সংসদের আয়োজনে শনিবার বিকেলে উদ্বোধন হলো গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের। এখানে খেলা দেখতে ভীড় করেন কয়েক হাজার মানুষ ও ঘুরতে আসা পর্যটকরা।

সাগরের চরের অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় দক্ষিণ পরুয়াপাড়া ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে হারিয়ে খোর্দ্দ গহিরা বার্সেলোনা ফুটবল একাদশ জয়লাভ করে।

এতে প্রধান অতিথি ছিলেন, আনোয়ারা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম। টিটু স্মৃতি সংসদের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক মো. ইমরান হোসাইন, মোহাম্মদ আরফাত, বিএনপি নেতা এম. কাইয়ূম, ইউপি সদস্য তৌহিদুল আলম, শেখ মোহাম্মদ, শহিদুল আলম, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির মোরশেদ মঞ্জুর, মোহাম্মদ রোকন, হেলাল উদ্দিন, মান্না, শওকত, মো. নাজিম, সাহাব উদ্দিন, কামাল উদ্দিন, খেলা পরিচালনা করেন সিজেকেএস রেফারী শিপন চৌধুরী, সহকারী রেফারী শওকত ও আজম। পুরো মাঠে দর্শক ও খেলোয়ারদের কথায় মাতিয়ে রাখেন জনপ্রিয় ভাষ্যকার মোহাম্মদ জসিম উদ্দিন।

খেলায় নির্দিষ্ট সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে দক্ষিণ পরুয়াপাড়া ফুটবল একাদশকে হারিয়ে খোর্দ্দ গহিরা বার্সেলোনা ফুটবল একাদশ জয় লাভ করে। এতে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় খোর্দ্দ গহিরা বার্সেলোনা ফুটবল একাদশের গোল কিপার সরোয়ার। গত ২৯ নভেম্বর খোর্দ্দ গহিরা মরহুম টিটু স্মৃতি সংসদের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়। খেলায় চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলা থেকে ৩২টি দল অংশ গ্রহণ করে।

মন্তব্য নেওয়া বন্ধ।