সাগর, নদী, ঝরনা আর সড়কে ঝরলো চারপ্রাণ!

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনায় নেমে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। একই এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় প্রাণ হারান একনারী। নগরীর কাট্টলী সৈকতে ফুটবল খেলে গোসল করতে নেমে প্রাণ হারায় এক স্কুল শিক্ষার্থী। অপরদিকে কক্সবাজারের মাতামুহুরী নদী থেকে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনায় নেমে একেএম নাইমুল হাসান নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। নাইমুল হাসান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিবিএ তৃতীয় পর্বের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী নাথপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ছরছরি ঝরনায় এ ঘটনা ঘটে। তার পিতা আবুল কাশেম মাস খানেক আগে মারা গেছেন।

সীতাকুণ্ড কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফিরোজ ভূঁইয়া জানান, নাইমুল হাসান তার তিন বন্ধুর সঙ্গে সকাল ১১টায় ছরছরি ঝরনা দেখতে যান। সেখানে নাইমুলসহ তিনজন সাঁতার কাটতে নামেন। একজন সাঁতার না জানায় উপরে অপেক্ষা করছিল। সাঁতার কেটে গোসলের এক পর্যায়ে নাইমুল পানিতে তলিয়ে যায়। পরে তারা ৯৯৯-এ ফোন করলে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

একই দিন সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় মায়া নন্দী (৬৫) নামের এক নারী প্রাণ হারান। তিনি যমুনা ডায়াগনস্টিক ল্যাব নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। মায়া নন্দী পৌর সদরের পশ্চিম মহাদেবপুর এলাকার সুনীল নন্দীর স্ত্রী।

অপর দিকে গতকাল বিকেলে কাট্টলী সাগরপাড়ে ফুটবল খেলে সাগরে নেমে আরাফাত হোসেন অন্তর (১৬) নামের এক স্কুল ছাত্র পানিতে তলীয়ে যায়। রাতে পাহাড়তলী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। অন্তর খুলশীর ফয়’স লেক এলাকার মো. আরজুর ছেলে। সে পাহাড়তলী থানাধীন ঝাউতলা হাইস্কুলে নবম শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন। তিনি বলেন, বিকেলে খেলতে গিয়ে সাগরে পানিতে ডুবে যায় অন্তর নামে এক কিশোর। তাকে অনেক খোঁজার পর রাত সাড়ে ১০টায় সাগরে তার মরদেহ ভেসে উঠে। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার সকালে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টু (৪৭) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মহসিন ভুট্টু চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, সকাল সাড়ে ৬টায় স্থানীয়রা মাতামুহুরী ব্রিজের উত্তর পাশে পানিতে লাশটি মহসিন ভুট্টুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

মন্তব্য নেওয়া বন্ধ।