বান্দরবানে সাঙ্গু নদী থেকে হ্লাচিয়াং মারমা (১৩) নামে এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সাঙ্গু নদীর রোয়াংছড়ি তারাছা লেবুঝিরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের লেবুঝিরি পাড়ার উংগ্যাচিং মারমার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান চট্টগ্রাম খবরকে বলেন, হ্লাচিয়াং মারমা একজন প্রতিবন্ধী। পরিবারকে না জানিয়ে গতকাল পাড়ার নিকটবর্তী সাঙ্গু নদীতে গোসল করতে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
পরে আজ দুপুরে রোয়াংছড়ি তারাছা লেবু ঝিরি এলাকার সাংগু নদী হতে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ওসি।
মন্তব্য নেওয়া বন্ধ।