সাতকানিয়ায় নদীর পাড় কেটে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় সাতকানিয়া-দোহাজারী সংযোগ সেতুর সাঙ্গু নদীর পাড় হতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো. শহীদ (৪৭) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১২ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা বলেন, সাঙ্গু নদী পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।