স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে ১শ পরিবারের মাঝে ভালোবাসার উপহার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।
হাসপাতালের চিকিৎসকবৃন্দের সহযোগিতায় ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১ সেপ্টেম্বর) উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
ভালোবাসার উপহার সামগ্রীর মধ্যে ছিল-চাউল ২ কেজি, সোয়াবিন তেল ৫শ মিঃ লিঃ, পেয়াঁজ ১ কেজি, আলু ১ কেজি, মসুর ডাল ৫শ গ্রাম, ও লবন ৫শ গ্রাম। স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেন।
উপহার সামগ্রী বিতরণকালে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সম্প্রতি চট্টগ্রাম জেলায় টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মানুষের দুর্ভোগ কমাতে মাননীয় প্রধানমন্ত্রী, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সকল স্তরের মানুষ বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।
এরই ধারাবাহিকতায় টিম জেনারেল হাসপাতাল ভালোবাসার উপহার সামগ্রী নিয়ে সাতকানিয়ার চরতী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১শ পরিবারের পাশে দাঁড়িয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।