সাতকানিয়ায় স্কুল থেকে ফেরার পথে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফেরার পথে বজ্রপাতে রাকিব (১৫) নামের ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৭ জুন) দুপুর দেড়টা নাগাদ উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বহনা মুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাকিব একই এলাকার মফিজুরের পুত্র। সে ছদাহা কে ক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

গ্রামবাসীর সূত্রে জানা যায়, রাকিব ও তার ছোট ভাই আকিব প্রতিদিনের মত আজও স্কুলে গিয়েছিল। আকিব একই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। স্কুল শেষে দুই ভাই সাইকেলে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে বিকট আওয়াজে বজ্রপাতে আহত হন রাকিব। এ সময় তাকে দ্রুত হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছদাহা কে ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন বলেন, আজ আমাদের পূর্বের স্থগিত হওয়া একটি পরীক্ষা ছিল। ৮ম শ্রেণির আজ ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাকিব এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। দুপর ১টায় পরীক্ষা শেষ হলে বাচ্চারা নিজ নিজ বাড়ি ফিরছিল। পথিমধ্যে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।

এমন মৃত্যুতে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।