সাতকানিয়া-লোহাগাড়া আসনে মোতালেব পেলেন ‘ঈগল’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রতীক বরাদ্দ দেন।

আব্দুল মোতালেব সিআইপি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করতে উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন।
এই আসনে নৌকা প্রতীক চেয়েছিলেন শিল্পপতি মোতালেব। নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান এমপি আবু রেজা নেজামুদ্দিন নদভী। নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী মোতালেবের সঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদ—স্বাচিপ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌর মেয়র ও দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরসহ দলের বড় একটা অংশ আছেন। প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে শোকজ খেয়েছেন আবু রেজা নদভী

মন্তব্য নেওয়া বন্ধ।