সাতকানিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো জেলা প্রশাসন

চট্টগ্রামের সাতকানিয়ায় লাইসেন্স ছাড়া ইট পুড়ানো এবং পরিবেশগত ছাড়পত্র না থাকায় এমটিএম নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নে মিঠার দোকান এলাকায় ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে এই ইটভাটা ধ্বংস করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের ইট পুড়ানো লাইসেন্স ব্যাতিত অবৈধভাবে সনাতন পদ্ধতিতে চিমনি দ্বারা ইট পুড়ানো কার্যক্রম পরিচালনা করার অপরাধে এমটিএম নামে একটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।