সাতকানিয়ায় নির্বাচন— বড়দের সহিংসতায় প্রাণ হারালো কিশোর

সাতকানিয়ায় এবার নির্বাচনী সহিংসতায় তাসিফ (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। ঘটনার পর জেলা পুলিশ সুপার রশিদুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নলুয়া ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ড কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়ায় নির্বাচন— বড়দের সহিংসতায় প্রাণ হারালো কিশোর 1

এর আগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় খাগরিয়া গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচনী সরমঞ্জাম নিয়ে কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:
সাতকানিয়ার ১৬ ইউনিয়নের চলছে ভোটগ্রহণ

এর আগের রাতে খাগরিয়ায় দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী ও তার চার সহযোগীতে পিটিয়ে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে চেয়ারম্যান প্রার্থী জসিমের লোকজন। তাদের দাবী অস্ত্রটি পার্থ সারথীর সাথে ছিল। পার্থ সারথীর অনুসারীদের দাবী তার ওপর হামলা করে অস্ত্রসহ সোপর্দ করা হয়েছে। অস্ত্রটি পার্থ সারথীর নয়।

এফএম

মন্তব্য নেওয়া বন্ধ।