সাম্পান উল্টে নিখোঁজ সোহাগের মহদেহ মিলল ফিশারি ঘাটে

কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে আসার সময় সাম্পান উল্টে নিখোঁজ হওয়া মো. সোহাগের (১৭) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৬টার দিকে কর্ণফুলী নদীর ফিশারিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান।

তিনি বলেন, শনিবার কর্ণফুলী নদীতে সাম্পান উল্টে সোহাগ নিখোঁজ হয়। আমরা আজ ভোরে তার মরদেহ উদ্ধার করেছি ফিশারি ঘাট এলাকা থেকে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, মো. সোহাগ নামের ওই কিশোর শনিবার রাতে তার বাবা মো. করিমের সঙ্গে মেরিন ফিশারিজ ঘাট থেকে নদীর উত্তর পাড়ে আসার সময় নোঙর করে থাকা এফভি পারটেক্স -১ ফিশিং ট্রলারের সাথে ধাক্কা লেগে সাম্পান উল্টে যায়।

ওই সাম্পানে থাকা তার বাবা জানান, তার ছেলে সাঁতার জানতো না। নিখোঁজ সোহাগকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়।

মন্তব্য নেওয়া বন্ধ।