সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম রোল মডেল। তাঁরই নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করেছিলেন। দূর্ভাগ্য ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ সংগ্রাম, ত্যাগের মধ্য দিয়ে ১৯৯৬ সালে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি করেন। আজ বাংলাদেশ সাম্প্রদায়িক চেতনার বাইরে এসে অসাম্প্রদায়িক রাষ্ট্র।

শনিবার (২১ অক্টোবর) রাত ১০টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এবং পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ধর্ম যার যার,রাষ্ট্র সবার। স্বাধীনতা যুদ্ধে মুসলিম, হিন্দু, বৌদ্ধ সকলে অংশগ্রহণ করেছেন। এদেশ আমাদের সকলের। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিদর্শনকালে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু। এরআগে ভূমিমন্ত্রী কর্ণফুলী উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন এবং পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।