সার কারখানায় ‘উৎপাদন বোনাস’র দাবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি সার কারখানায় ন্যায্য প্রাপ্য ২০২২-২৩ অর্থ বছরের উৎপাদন বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুযারি) সকালে কারখানার ভেতরে ডিএপিএফসিএল শ্রমিক-কর্মচারীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

ডিএপিএফসিএল সিবিএর সাধারণ সম্পাদক মো. আবু জাহেরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সভাপতি ফরিদ, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মুসা, জাহাঙ্গীর, মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, জাহিদ আলম প্রমূখ।

মানববন্ধন বক্তারা বলেন, ২০২২-২৩ অর্থবছরে কারখানার লক্ষমাত্রা অর্জন হওয়ার পর গত বছরের ২৯ আগস্ট বোনাস স্কীম অনুসারে উৎপাদন বোনাসের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়৷ এরপর সাত পাস পেরিয়ে গেলেও এখনো শ্রমিক কর্মচারীদের উৎপাদন বোনাস দেওয়া হয়নি।

উৎপাদন বোনাসের দাবিতে এর আগে গত ৪ ফেব্রুয়ারি বিসিআইসির চেয়ারম্যান ও ১১ ফেব্রুয়ারি কারখানার ব্যবস্থাপনা পরিচালকের কাছে আবেদন করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।