সাড়ে ৫টার শাটল চালু হচ্ছে সোমবার, বাকি দুই জোড়া মঙ্গলবার

সংস্কার শেষে ফিরবে ডেমুও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বন্ধ হওয়া ৩ জোড়া শাটলের মধ্যে ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাড়ে পাঁচটার শাটল ট্রেন আগামীকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে চালু হচ্ছে। যেটি শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে ৩:৫০ টায়।
এছাড়াও বাকি দুই জোড়া শাটল মঙ্গলবার থেকে চালু হবে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম।

তিনি বলেন, সোমবার ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাড়ে পাঁচটার শাটলটি চালু হবে। এবং পরদিন মঙ্গলবার থেকে বাকি দুই জোড়া শাটল ট্রেনও স্বাভাবিক শিডিউলে চলাচল করবে।

তিনি আরো বলেন, ডেমু ট্রেনের সংস্কার চলছে। খুব শিগগির ডেমু ট্রেনও ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন:
শাটল চালুর দাবিতে চবি শিক্ষার্থীদের অবরোধ, আশ্বাসে প্রত্যাহার

মন্তব্য নেওয়া বন্ধ।