সিআইইউর ইঞ্জিনিয়ারিং অনুষদে নতুন ডিন

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. রুবেল সেন গুপ্ত। গত ১ অক্টোবর ডিন অফিসে তাকে দায়িত্ব হস্তান্তর করেন অনুষদের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। এ সময় সিআইইউর ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে নতুন ডিনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক ড. রুবেল সেন গুপ্ত বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও শিক্ষার মানোন্নয়নে আগামি দিনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে নতুন ডিনকে অভিনন্দন জানিয়ে গুণগত শিক্ষার প্রসারে তিনি নানামুখী উদ্যোগ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

ড. রুবেল সেন গুপ্ত ভারতের প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি রূড়কী থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই)-এ এমএসসি এবং বিএসসি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতা পেশায় তিনি ১৫ বছরের বেশি সময় ধরে নিয়োজিত রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের আইট্রিপলই সংস্থার সদস্য এবং জার্নাল কমিটির রিভিউয়ার হিসেবেও কাজ করছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।