আন্তর্জাতিকমানের শিক্ষাদান পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখেই চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের গড়ে তুলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
তিনি বলেছেন, দক্ষ গ্র্যাজুয়েট এবং মানবসম্পদ সৃষ্টির জন্য তার প্রতিষ্ঠান সময়োপযুগী পদক্ষেপ নিতে সবসময় বদ্ধপরিকর। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন দেশের ভেতর যেমন নানান প্রতিযোগিতায় মুন্সিয়ানার ছাপ রাখছে, তেমনি দেশের বাইরেও সফলতা বয়ে আনছে। গুণগত শিক্ষা বজায় রাখার কারণেই এসব চিত্র ফুটে উঠছে।
উপাচার্য মঙ্গলবার(১০ অক্টোবর) সকালে নগরীর জামালখানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ৩৪তম সিন্ডিকেট সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাছুটি, সিলেকশন, নিয়োগসহ গুরুত্বপূর্ণ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি সদস্য আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, প্রকৌশলী আলী আহমেদ, চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ন কবির, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুকেশ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম, সিআইইউ বিজনেস স্কুলের ডিন ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রুবেল সেন গুপ্ত প্রমুখ।
মন্তব্য নেওয়া বন্ধ।