চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানা সিইউএফএলের ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ক্যাজুয়াল শ্রমিক কর্মচারীদের দাবি মেনে না নেওয়ায় আবারও আন্দোলনে নেমেছে শ্রমিক-কর্মচারীরা। বুধবার (২১ জুন) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত সার কারখানার প্রধান গেইটে শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলন ও অবস্থান ধর্মঘট করেন।
আন্দোলনকারী শ্রমিকদের দাবি, ডিএপি সার কারখানার বিগত ২০০৯ সালের ৩৫তম বোর্ড সভা ও বিগত ২০১৬ সালের ১১৭তম বোর্ড সভায় কারখানায় ১৯৬ জন ক্যাজুয়াল শ্রমিক কর্মচারীদের নিয়োগ বাস্তবায়ন করা। আউটসোর্সিং প্রক্রিয়ার বেতন কাঠামো নির্ধারণ বন্ধ করার দাবিও জানান শ্রমিকরা।
এ সময় শ্রমিকদের আন্দোলনে যোগ দেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, বারশত ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহ, বারশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন গফুর খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিবিএ সভাপতি মোহাম্মদ ফরিদ, ক্যাজুয়াল শ্রমিক নেতা এম জাবের আহমেদ, শাহজালাল চৌধুরী, নাসির খান, আরিফ হোসেন ও মো. ইসমাইলসহ আরও অনেকে।
এর আগে, গত ২ মে থেকে টানা চারদিন আন্দোলন করেন শ্রমিকরা। পরে কারখানাটির কর্তৃপক্ষের সাথে স্থানীয় সাংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সাথে বৈঠক করে শ্রমিকদের দাবির বিষয়ে সমাধান করার আশ্বাস দিয়ে শ্রমিকদের আন্দোলন স্থগিত করান কারখানার কর্তৃপক্ষ। তবে এর দেড় মাস পার হলেও শ্রমিকদের এসব দাবির বিষয়ে কোনো সমাধান না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন তারা।
মন্তব্য নেওয়া বন্ধ।