চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। দায়িত্বভার গ্রহণ উপলক্ষে সিইউজে কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী। এতে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি তপন চক্রবর্তী, বিদায়ী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
মঙ্গলবার (১১ অক্টোবর) সিইউজে কার্যালয়ে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্বভার বুঝিয়ে দেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিইউজে’র বিদায়ী সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুবেল খান, নবনির্বাচিত সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বিদায়ী যুগ্ম-সম্পাদক সবুর শুভ, নবনির্বাচিত যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলাম, বিদায়ী কোষাধ্যক্ষ কাশেম শাহ ও নবনির্বাচিত কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, বিদায়ী সাংগঠনিক সম্পাদক এসএম ইফতেখারুল ইসলাম ও নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মহররম হোসাইন, বিদায়ী প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল ও নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল এবং নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য আলাউদ্দীন হোসেন দুলাল।
সভাপতির বক্তব্যে সিইউজে’র বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী বর্তমান কমিটির কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে সিইউজে সবসময় কাজ করেছে। সাংবাদিকদের কল্যাণে সংগঠনের সব সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
দায়িত্বভার গ্রহণের পর সিইউজে’র নবনির্বাচিত কমিটির সদস্যরা চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সিইউজে’র সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, সিইউজে’র সুপ্রভাত বাংলাদেশ ইউনিটের প্রধান স ম ইব্রাহিম, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, প্রতিনিধি ইউনিটের ডেপুটি প্রধান সরওয়ারুল আলম সোহেল প্রমূখ।
মন্তব্য নেওয়া বন্ধ।