চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ২০২২-২৩ মেয়াদের নির্বাচনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম।
সোমবার (১০ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। নির্বাচনে ৯টি পদে ৩৭৪ জন সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফল
১৭৬ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হয়েছেন তপন চক্রবর্তী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমদ পেয়েছেন ১০৫ ভোট। এছাড়া আসিফ সিরাজ ৭২ ও নাজিমুদ্দীন শ্যামল ১৮ ভোট পেয়েছেন।
২৩৮ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মোহাম্মদ রুবেল খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন কান্তি দেবাশীষ পেয়েছেন ১৩২ ভোট।
১৯৬ ভোট পেয়ে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন অনিন্দ্য টিটো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হুদা মিন্টু পেয়েছেন ১৭২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম ১৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুর শুভ পেয়েছেন ১২২ ভোট। অপর প্রার্থী মাঈনুদ্দিন দুলাল পেয়েছেন ৬১ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ১৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাইদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিচ আহমেদ শাহ পেয়েছেন ১৩৬ ভোট। অপর প্রার্থী স্বরূপ ভট্টাচার্য পেয়েছেন ৬১ ভোট।
অর্থ সম্পাদক পদে ১৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন মুজাহিদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৌমেন ধর পেয়েছেন ১৭৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ মহরম হোসাইন জয়ী হয়েছেন ১৩১ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুবল বড়ুয়া পেয়েছেন ১২৯ ভোট। অপর প্রার্থী প্রীতম দাশ পেয়েছেন ১১২ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন সরওয়ার কামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম মিজানুর রহমান ইউসুফ পেয়েছেন ১২৯ ভোট।
নির্বাহী সদস্য পদে আলাউদ্দিন হোসেন দুলাল জয়ী হয়েছেন ২০৩ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশু রায় চৌধুরী পেয়েছেন ১৫১ ভোট।
মন্তব্য নেওয়া বন্ধ।