সিএনজিতে ফেলে যাওয়া মোবাইল ও মালামাল ফিরে পেল যাত্রী

‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপস

‘আইস অব সিএমপি ও আমার গাড়ি নিরাপদ’ অ্যাপস ব্যবহার করে সিএনজিতে ভুলক্রমে ফেলে যাওয়া মোবাইল, মূল্যবান মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ উদ্ধার করে যাত্রীর হাতে তুলে দিয়েছে চকাবাজার থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন) সকালে বিষয়টি চট্টগ্রাম খবরকে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। তিনি বলেন, গতকাল রাতে যাত্রী জোহরা বেগম (৫৫) ও তার মেয়ের জামাই মো. মিনহাজ উদ্দীনের (২৮) হাতে হারানো ব্যাগটি তুলে দেওয়া হয়েছে।

এর আগে, যাত্রী জোহরা বেগম ও তার মেয়ের জামাই সোমবার সন্ধ্যায় থানায় এসে জানায়, শেভরন ডায়াগনস্টিক থেকে পরীক্ষা নিরীক্ষার রির্পোট নিয়ে ডাক্তারকে দেখানোর জন্য চকবাজার থানাধীন ম্যাক্স হাসপাতালে এসে রির্পোট, মূল্যবান কাগজপত্র ও একটি মোবাইল ফোনসহ ব্যাগটি সিএনজিতে রেখে ভুলক্রমে নেমে পড়ে।

অল্প কিছুক্ষণ পর ব্যাগের কথা মনে পড়লে জোহরা বেগম দ্রুত সিএনজিটি যেখানে ছিল সেখানে গিয়ে দেখেন সিএনজিটি নেই। জোহরা বেগম সূদুর সাতকানিয়া থেকে মেয়ের জামাই সহ চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে এসেছিলেন।

পরে তিনি থানায় হাজির হয়ে পুরো ঘটনা বললে, ডিউটি অফিসার তাৎক্ষণিক বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে। উক্ত জিডির সূত্র ধরে সংশ্লিষ্ট এলাকার মোবাইল টিম, ম্যাক্স হাসপাতাল ও আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে সিএনজি ও সিএনজির নাম্বার সনাক্ত করা হয়।

পরবর্তীতে সিএমপির ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজ থেকে গাড়ীর মালিক ও ড্রাইভারের তথ্য সংগ্রহ করে হারিয়ে যাওয়ার ৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণ জিনিসপত্রসহ ব্যাগটি উদ্ধার করে জোহরা বেগমের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।