সিএমপিতে পুলিশ মেমোরিয়াল ডে—২০২৩ উদযাপন

“কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান/প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” এই স্লোগানে কর্তব্যরত অবস্থায় শাহাদাত বরণকারী বীর পুলিশ সদস্যদের স্মরণে চট্টগ্রাম নগর পুলিশ—সিএমপি ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩’ উদযাপন করেছেন। এ উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের স্মরণ করা হয়।

বুধবার (১ মার্চ) সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাল্টিপারপাস ড্রিল শেডে আয়োজিত পুলিশ মেমোরিয়াল ডে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম।

পুলিশ মেমোরিয়াল ডে’তে সিএমপির পাশাপাশি চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম জেলা, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, এপিবিএন, র‌্যাবসহ পুলিশের প্রতিটি বিভাগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এছাড়াও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলু, জেলা পুলিশ সুপার এসএম শফি উল্লাহ, সিএমপির ডিসি সদর আব্দুল ওয়ারিশসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।