সিএমপিতে ১৬ মামলায় ৩৭৩ জন, জেলায় ১১ মামলা ২৯৩ জন গ্রেপ্তার
চান্দগাঁওয়ে নতুন মামলা, বাদি পানি উন্নয়ন বোর্ড
কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থার দায়ের করা ১৬টি মামলায় বুধবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত ৩৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই সময়ে জেলা পুলিশ ১১ মামলায় ২৯৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
২৪ জুলাই (বুধবার) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, জেলার বিভিন্ন থানায় ১১ মামলায় এজাহারভুক্ত আসামি হলো ১৬৯ জন। এসব মামলায় অজ্ঞাত আসামি হলো ৯শ। বুধবার পর্যন্ত আদালতে সোপর্দ করা হয়েছে ২৯৩ জনকে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, চান্দগাঁও থানায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বাদি হয়ে নতুন একটি মামলা দায়ের করেছে। পানি উন্নয়ন বোর্ড ভাঙচুর, হত্যাচেষ্টা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, বিস্ফোরকদ্রব্য ব্যবহারের অভিযোগ এনে ওই মামলায় ৫-৭শ জনকে আসামি করা হয়েছে।
সিএমপির বিভিন্ন থানায় দায়ের হওয়া এই ১৬ মামলার মধ্যে ৯টির বাদি পুলিশ। একটির বাদি পানি উন্নয়ন বোর্ড, অপর ছয়টির বাদি বিভিন্ন ব্যক্তি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সব মিলে সিএমপির নতুন মামলাগুলোতে আসামি করা হয়েছে প্রায় ৩৭ হাজার ব্যক্তিকে।
মন্তব্য নেওয়া বন্ধ।