সিএমপির অভিযানে গ্রেপ্তার ২৫

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আরও ২৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপি সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি পরিচালিত অভিযানে বিভিন্ন থানা এলাকায় এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—কোতোয়ালী থানার মো. মোক্তার আলম (৩৬), বাকলিয়া থানার মো. কামাল হোসেন (৪৪) ও মো. কোরবান ওরফে কোরবান আলী (২৪), সদরঘাট থানার চন্ডীপুর ইউপি যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির (৫৭), চকবাজার থানার মো. সাজন মিয়া (৩৭), খুলশী থানার ইফরান উদ্দিন চৌধুরী (৩১) ও মো. আরকান উদ্দিন (২০)।

এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানার এস এম আলমগীর রানা (৫২), মো. রাসেল (২৫), মো. ইসতিয়াক হাসান ইমন (২৭), চান্দগাঁও থানার নাজের উদ্দিন ওরফে নুরু (৫৬), ডবলমুরিং থানার মো. শাহাব উদ্দিন (২৬), মো. হাসান (২৪), মো. তানভীর (২০), মো. আলামিন (২১), বন্দর থানার মো. শফি আলম ওরফে বাদশা (৪৭), হালিশহর থানার মোহাম্মদ আলী (৪০), পাঁচলাইশ থানার মো. জুলহাস (১৯) ও মো. শাহীন আলম (১৯), পাহাড়তলী থানার মো. সোহেল (৩৫), আকবরশাহ থানার মো. হাসান (২৫) ও মো. সুমন (২৪), ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সংগঠক নিজামুল হক নিজাম (৩৫), পতেঙ্গা থানার সাজ্জাদ আলম বাপ্পি (৩৩) এবং কর্ণফুলী থানার কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক (৪০)।

সিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

মন্তব্য নেওয়া বন্ধ।