সিএমপির ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপে উদ্ধার হলো হারিয়ে যাওয়া টাকা

চট্টগ্রাম নগর পুলিশের ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপের মাধ্যমে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার টাকা ও যাবতীয় ডকুমেন্টসহ হারিয়ে যাওয়া ব্যাগ।

সোমবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটায় ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে বায়েজীদ থানা পুলিশ এ টাকা উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, রোববার দুপুর ৩টায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার সহকারী পরিচালক মোশারফ হোসেন বেতনের টাকা তুলে চট্টগ্রাম কলেজ গেইট থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। বায়েজীদ বোস্তামী থানার বালুছড়ার জামান হোটেলের সামনে টাকা, ফাইল ও চেক বই রেখে কিছু কেনার জন্য নামেন। তিনি নামার কিছু সময়ের মধ্যে সিএনজি চালিত অটোরিকশা চালক সিএনজি নিয়ে পালিয়ে যান। ঘটনার পরপরই মোশারফ হোসেন বিষয়টি আমাদের থানায় জানান।

বায়েজিদ থানা এলাকায় বিট পুলিশের এর স্থাপিত ১৭টি সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে সিএনজিটিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের তৈরি করা ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক ও ড্রাইভারকে শনাক্ত করে মোশারফ হোসেনের বেতনের ২ লাখ ৩৬ হাজার টাকা, ৪ টি দাপ্তরিক ফাইল, ব্যাংকের চেক বই এবং সীলমোহর উদ্ধার করা হয়।

পরে সিএমপির উত্তর জোনের উপ-কমিশনার মোখলেসুর রহমান, অতিরিক্ত উপকমিশনার আতিকুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার শাহ আলমের উপস্থিতিতে মোশারফ হোসেনের হাতে তার টাকা বুঝিয়ে দেওয়া হয়। এসময় তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।