সিএমপির চান্দগাঁও থানার হাজতখানা থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিএমপির চান্দগাঁও থানার হাজত খানা থেকে মো. জুয়েল (২৬) নামের এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

হাজত খানার সিসি ক্যামরার ফুটেজে দেখা যায়-জুয়েল নিজের জামা পেঁচিয়ে ভেন্টিলেটরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। নিস্তেজ হওয়ার আগে কয়েকবার হাত-পা ছুঁড়তে দেখা যায় তাকে।

মো. জুয়েল চান্দগাঁও খেজুরতলা এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ আব্দুল মাবুদের ছেলে। তাকে চান্দগাঁও থানা পুলিশ গত রাতে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছিল।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান বলেন, গতকাল রাতে পরোয়ানামূলে মো. জুয়েলকে গ্রেপ্তার করে থানার হাজতখানায় রাখা হয়। আজ ভোরে জুয়েল নিজের পরনের শার্ট খুলে হাজতের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে। সিসিটিভির ফুটেজে তা স্পষ্ট রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক হতাশা থেকে আত্মহত্যা করেছেন তিনি।

জুয়েলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মোট ৭টি মামলা রয়েছে।

থানা হাজতে ছেলের মৃত্যুর খবর পেয়ে সকালে থানায় যান জুয়েলের মা মিনারা বেগম ও বড় বোন সালমা আক্তার। জুয়েল তিন দিন আগে বাসার বাথরুমে পরনের বেল্ট ঝুলিয়ে আত্মহত্যা চেষ্টা করেছিল বলেও তারা উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান।

মন্তব্য নেওয়া বন্ধ।