সিএমপির দরজা সবার জন্য খোলা থাকবে-সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগর পুলিশের শীর্ষ কর্মকর্তা কমিশনার এবং উপ-কমিশনারদের কার্যালয়সহ সকল দপ্তর জনসাধারণের জন্য সবসময় উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের নতুন কমিশনার সাইফুল ইসলাম।

সোমবার (৮ জুলাই) আমাদের বেলা ১১টায় সিএমপির মাল্টিপারপাস শেড়ে আয়োজিত মিট দ্যা প্রেস’এ সাংবাদিকদের উদ্দেশ্যে এসব বলেন কমিশনার সাইফুল।

এসময় এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন, পুলিশ পরিচয়ে কোন ব্যক্তির অপরাধের দায় পুলিশ বাহিনী নিবে না। যার অপরাধ দায়ও তার।

অনুষ্ঠানে সিএমপি কমিশনার নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।