সিএমপির ২ কর্মকর্তার পদোন্নতি-বদলি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুইজন উপ-পুলিশ কমিশনারকে পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহমেদকে উত্তর অঞ্চলে উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে, উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এটি জনস্বার্থে জারি করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।