চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) কর্মরত তিন অতিরিক্ত কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মিয়া ও মাসুদ আহাম্মদের দায়িত্ব পুনঃবন্টন করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সিএমপির কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে তাদের দায়িত্ব পুনঃবন্টন করা হয়।
নতুন আদেশে সিএমপির অতিরিক্ত কমিশনার আ স ম মাহাতাব উদ্দিনকে ক্রাইম এন্ড অপারেশন্স থেকে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
অতিরিক্ত কমিশনার ট্রাফিক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মিয়াকে ক্রাইম এন্ড অপারেশন্সের দায়িত্ব দেয়া হয়।
সিএমপিতে নবাগত মাসুদ আহাম্মদকে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, একই দিন ট্রাফিক বিভাগের ১০ পরিদর্শককেও বদলী/পদায়ন করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।