চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি ) ফেসবুক পেজের একটি পোস্টে কমেন্ট করেছিলেন এক অসহায় মা। যেখানে তিনি তার তিন মেয়ের পড়ালেখার সাহায্যের জন্য আকুতি জানিয়েছিলেন। তিন মেয়ের পড়ালেখার খরচ চালাতে মানুষের কাছে হাত পাততে হচ্ছে — তার এমন মন্তব্য দৃষ্টিগোচর হয় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের।
অবশেষে শনিবার (১০ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার নিজ কার্যালয়ে ওই মায়ের সন্তানদের হাতে ১ বছরের শিক্ষা উপকরণ ও শিক্ষা খরচ বাবদ নগদ অর্থ সহায়তা তুলে দেন। এই কার্যক্রমে সহায়তা করেন স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এইদিকে সিএমপি কমিশনারের এমন মহানুবতায় মুগ্ধ হয়েছেন সেই মা। তিনি বলেন, এখন তিন সন্তানের পড়ালেখা নিয়ে অন্তত একটি বছর কোনো টেনশন করতে হবে না, হাত পাততে হবে না কারো কাছে। আর এর জন্য তিনি সিএমপি কমিশনারে কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নগরের কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য চালু হয় ‘এক টাকায় কেনার আনন্দ’ নামক একটি অভিনব বিপণিবিতান। যেখানে ১ টাকা দিয়ে কাপড় ও ১০ টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য কেনা যায়।
তাছাড়া সিএমপি ও বিদ্যানন্দের একটি ভ্রাম্যমাণ সুপারশপ শহরের বিভিন্ন বস্তিতে বস্তিতে ঘুরে বেড়াচ্ছে ১ টাকায় বাজারের গ্রাহকদের খোঁজে।
মন্তব্য নেওয়া বন্ধ।