চট্টগ্রাম নগরীর জামালখান পত্রিকা পাড়া-চেরাগী পাহাড় এলাকায় সিনিয়র-জুনিয়র বিবাদে আসকার বিন তারেক ইভান নামে ছাত্রলীগের এক কর্মী ছুরিকাঘাতে খুন হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইভান জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক।
ছাত্রলীগ নেতা শৈবাল দাশ ও সাব্বির গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল কয়েকদিন। সমঝোতার চেষ্টাও বিফলে যায়। ফলে প্রাণ দিতে হলো ইভানকে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, জামালখানে ওয়ার্ডে রাজনৈতিক সংঘর্ষে আসকার বিন তারেক ইভান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।তার লাশটি বর্তমানে জরুরি বিভাগে রাখা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।