সিনেটে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রশংসা

বিদেশের মাটিতে কোন বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসিটি) নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্টেট সিনেট অ্যাসেম্বলিতে। সেখানে বিশ্ববিদ্যালেয়টির এগিয়ে চলার প্রশংসা করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স স্টেট সিনেটর জন চ্যাপম্যান পিটারসন সিনেট অ্যাসেম্বলিতে নিজের নির্বাচনী এলাকার এই বিশ্ববিদ্যালটির কথা উপস্থাপনায় তুলে আনেন।

আলোচনার সময় সেখানে উপস্থিত ছিলেন ভার্জিনিয়ার ৪০টি ডিস্ট্রিক্টের স্টেট সেনেটররা। ছিলেন অভ্যাগত অতিথিরা। অ্যাসেম্বলি পরিচালনা করেন লেফট্যান্যান্ট গভর্নর উইনসাম আর্ল সিয়ার্স।

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্কের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এতে যোগ দেন। প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সিএফও ফারহানা হানিপ, বিজনেস স্কুলের পরিচালক অধ্যাপক ড. মার্ক রবিনসন, জেনারেল এডুকেশন অ্যান্ড সেন্টার ফর স্টুডেন্ট সাকসেস এর অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর ড. হুয়ান লি ও শিক্ষার্থী প্রতিনিধি এমএসআইটি’র ছাত্র নাঈম হাসান।

এ বিষয়ে ডব্লিউইউএসিটির উপাচার্য ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, প্রত্যেকটা কাজেরই একটা স্বীকৃতির প্রত্যাশা থাকে। স্টেট অ্যাসেম্বলিতে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা উঠে আসা একটি অন্যতম স্বীকৃতি। এতে আমাদের এগিয়ে চলার পথে নতুন উদ্দীপনা কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক এবং প্রধান অর্থ কর্মকতা ফারহানা হানিপ বলেন, ডব্লিউইউএসিটির জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকার মতো একটি দিন।

প্রসঙ্গত, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ২০২১ সালে ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বিশ্ববিদ্যালয়টির মালিকানা নেন। ২০২১ সালে তিনশো ছাত্র-ছাত্রী নিয়ে আবুবকর হানিপ তার যাত্রা শুরু করেন। দুই বছরের ব্যবধানে ছাত্রড়ছাত্রীর সংখ্যা দাড়িয়েছে এখন ১২শ’র বেশি। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা চারগুন বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে পাঁচ শতাধিক বাংলাদেশী শিক্ষার্থী রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।