সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় ও দুস্হদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব এস এম আল মামুন।
এসময় নব নির্বাচিত সাংসদ মামুন বলেন, এই সরকার গরীব এবং জনবান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় প্রতীক নৌকা দিয়েছে,আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। সরকারের পাশাপাশি আমিও আপনাদের পাশে থাকবো সীতাকুণ্ডের বিভিন্ন উন্নয়নে। রূপসী সীতাকুণ্ড বিনির্মাণে যা যা করা দরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবো।
উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামি, মুরাদপুর শেখ রেজাউল করিম বাহার, বাড়বকুণ্ড ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী, বাঁশবাড়ীয়া শওকত আলী জাহাঙ্গীর, কুমিরা মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়ি মোঃমনির আহমেদ, ভাটিয়ারি মোঃনাজিম উদ্দিন,সলিমপুর সালাউদ্দিন আজিজ, উপজেলা আওয়ামী লীগ নেতা সাঈদ মিয়া, আওরঙ্গজেব সাবু, সাইদুল ইসলাম, আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মন্তব্য নেওয়া বন্ধ।