সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসলো নারীর মরদেহ

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে মানবিক সংগঠন গাউছিয়া কমিটি টিমের সহায়তায় নৌ পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট এলাকার সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌ পুলিশের এসআই মো, চাঁন মিয়া বলেন, কুমিরা ফেরিঘাট ব্রীজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গাউছিয়া কমিটির সদস্যদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টা থানায় অবহিত করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।