চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনার পানিতে ডুবে তাহমিদ মুনতাসির চৌধুরী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাটের সহস্রধারা ঝরনায় এ ঘটনা ঘটে।
তাহমিদ মুনতাসির চৌধুরী রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের এরশাদ হোসেন চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, দুই বন্ধুর সঙ্গে সহস্রধারা ঝরনায় সাঁতার কাটতে নামে তাহমিদ। একপর্যায়ে দুই বন্ধু উঠে এলেও পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, খবর পেয়ে মরদেহটি আমরা উদ্ধার করি। পরে সেটি সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।