সীতাকুণ্ডে ট্রাকে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি ট্রাকে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ট্রাকটির চালকের কেবিনের পুরোটাই জ্বলে গেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বানুরবাজার ঢাকাগামী রাস্তার পশ্চিম পাশে একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, গতকাল (বৃহস্পতিবার) মেরামতের জন্য ট্রাকটি সেখানে রাখা হয়েছিল। দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কী কারণে আগুন লেগেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।