চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে ১২ ছাত্রী আহত হয়েছে। আহত সবাই ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজের ছাত্রী। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার পৌরসভার শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লেগুনটি পৌরসভার শেখ পাড়া এলাকায় অতিক্রম করার সময় ৮ নাম্বার একটি বাস লেগুনাটিকে ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ বলেন, দুর্ঘটনায় আহত ১২ ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারমধ্যে চার জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।