সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (৬ জুন) দুপুর ২ টায় বিএম ডিপোতে প্রবেশ করেন এবং সেনা, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম, সেনাবাহিনী, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ডিপো পরিদর্শন শেষে মন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় কারো গাফিলতি প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
মন্তব্য নেওয়া বন্ধ।