সীতাকুণ্ডে ভাসমান মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় সাগর উপকূল থেকে এক অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কিশোরের বয়স আনুমানিক ১৮ হবে।

স্থানীরা জানান, সকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সাগর উপকূলে একটি মরদেহ সাগরে ভাসতে দেখেন স্থানীয় উপকূলবাসী। পরে কুমিরা নৌ পুলিশকে খবর দিলে তারা ও গাউছিয়া কমিটি যৌথভাবে মরদেহটি উদ্ধার করেন।

এদিকে কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ নাছির বলেন, কুমিরা সাগর উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে একটি কিশোরের লাশ ভাসছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা ও গাউছিয়া কমিটির সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে কিশোরের মরদেহটি উদ্ধার করি।

তিনি বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি তার বাড়ি নাঙ্গলকোট। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পুরো ঠিকানা এবং তথ্য জানা যাবে।

মন্তব্য নেওয়া বন্ধ।